শহীদনূর আহমেদ ::
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়সীমার দেড় মাসের অধিক সময় পার হয়ে গেলেও এখনো শুরু হয়নি অনেক উপজেলার উল্লেখযোগ্য বাঁধের কাজ। যেসব বাঁধে কাজ শুরু হয়েছে সেইগুলোর গতিও মন্থর। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না। এদিকে অনেক উপজেলায় কাগজে-কলমে বাঁধের কাজ শুরু হলেও বাস্তবের সাথে মিল নেই। এখনো বরাদ্দের সাইনবোর্ড পড়ে রয়েছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন দোকানে। সাইনবোর্ডে কাজ শুরু হওয়ার তারিখ ১৫ ডিসেম্বর লেখা হলেও সাইনবোর্ড দোকানে দোকানে পড়ে থাকাকে কৃষকের সাথে একধরনে ধোঁকাবাজি বলছেন সচেতন মহল। তবে পাউবো’র দাবি জেলার সকল উপজেলায় শতভাগ বাঁধের কাজ শুরু হয়েছে। প্রকল্প এলাকায় বরাদ্দের সাইনবোর্ড টানানো হয়েছে। কাজের সার্বিক অগ্রগতি ৪০%।
শুক্রবার শহরের পৌর বিপণিস্থ পিনাক আর্টে দেখা যায়, প্রায় দেড় থেকে দুইশত হাওররক্ষা বাঁধের সাইনবোর্ড প্রস্তুতের কাজ চলছে। এসব সাইনবোর্ড তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার। এছাড়াও আরও কয়েকটি দোকানে সাইনবোর্ড পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে তাহিরপুর উপজেলার ৩০ নং পিআইসির সাইনর্ডের কাগজে কাজ শুরু তারিখ ১৫ ডিসেম্বর লেখা থাকলেও বাস্তবে সাইনবোর্ডটি পিনাক আর্টে শুক্রবারে প্রস্তুত করেন দোকানে কর্মরতরা। পিআইসির আলী আকবরকে ফোন করে সাইনবোর্ডর কথা জিজ্ঞাসা করা হলে সাইনবোর্ড বাঁধে রয়েছে বলে জানান তিনি। যদিও দোকানে সাইনবোর্ড পড়ে থাকার বিষয়ে কিছুই বলেননি তিনি।
এদিকে পিনাক আর্টের কর্মরতরা জানান তাদের দোকানে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার দেড় থেকে দুইশত সাইনবোর্ড রয়েছে। দেরিতে অর্ডার পাওয়ায় কাজ করতে বিলম্ব হয়েছে।
প্রকল্প এলাকার বরাদ্দের সাইনবোর্ডের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলা সহকারী প্রকৌশলী মো. শওকতুজ্জামান বলেন, আমারা উপজেলা থেকে ৫ জনের কমিটি দিয়েছিলাম। জেলা কমিটি আরও দুইজন করে কমিটিতে দিয়েছেন। তালিকা প্রস্তুত করতে বিলম্ব হওয়ায় কিছু সাইনবোর্ড বাঁধে টানানো যায়নি। তবে দুয়েকদিনের মধ্যে টানানো হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সকল বাঁধের কাজ শুরু হয়ে গেছে। সার্বিক অগ্রগতি ৪০%। প্রকল্পের বরাদ্দ এলাকায় সাইনবোর্ড টাঙাতে নির্দেশনা দেয়া আছে। যদি কোথাও মিসিং থাকে, আমরা সেটি দেখবো।
উল্লেখ্য, জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য ১১০২ প্রকল্পে ২০৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।