স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, একটি স্কুল হলো ফুলের বাগান, শিক্ষার্থীরা হলো ফুল। ফুল থেকে ফলে পরিণত হয়। আমরা এই বাগানের পরিচর্যা করি। একজন শিক্ষক নিষ্ফলা বৃক্ষে ফল ফলানোর জন্য কাজ করে থাকেন। তিনি আরও বলেন, বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে সঠিকভাবে দায়িত্ব পালন করলে একজন শিক্ষার্থীর সুশিক্ষা অর্জন করা সম্ভব। তিনি বলেন, অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করা সকলের উচিত। একজন শিক্ষার্থীর পরিচয় যেন হয় তার বিদ্যালয়ের পরিচয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বাতেন, হাজী মকবুল পুরকায়স্থ (এইচ.এম.পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সদস্য মুজিবুর রহমান পীর। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক রজত কান্তি রায় ও প্রভাষক মাইনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলার আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, সহকারী শিক্ষক আহমদ আলী আনোয়ার, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিন, মফিদা হাসান, সাবিত্রী ভট্টাচার্য্য, ফিরোজা খাতুন, তৃপ্তি রানী শর্মা, সুজিত তালুকদার, মো. শরীফ উদ্দিন প্রমুখ।
পরে মোরগের লড়াই প্রতিযোগিতা, রিলে, দৌড়, লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার, পাতিল ভাঙা, যেমন খুশি, তেমন সাজা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।