জগন্নাথপুর প্রতিনিধি ::
যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগে আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত ফ্রেন্ডলি ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের অসহায় দরিদ্র পত্রিকা বিক্রেতা নিকেশ বৈদ্যকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ট্রাস্টি মো. আবদুল গফুর, মাহমুদ আলী, লিলু মিয়া, শেখ আবদুল গফুর ও মো. সুন্দর আলীর পক্ষ থেকে নিকেশ বৈদ্যকে ৫৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ভবনে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, ট্রাস্টের বাংলাদেশস্থ ম্যানেজমেন্ট জগন্নাথপুর সিএনজি পূর্বপাড় সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমদ। আর্থিক সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করেন নিকেশ বৈদ্য।
এ সময় সাংবাদিক আলী জহুর, বাপন দত্ত, সিএনজি পূর্বপাড় সমিতির সাংগঠনিক সম্পাদক আবু খালেদ, কোষাধ্যক্ষ আবু তাহের সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী ডোনারদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সেই সাথে আগামীতেও আরো দরিদ্র পরিবারকে সহায়তা প্রদানে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।