স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ঊষা রায়ের সভাপতিত্বে ও আরতি তালুকদার কলির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের জেলা শাখার সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ স¤পাদক শিলা বসু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, মনোয়ারা বেগম, জাকিয়া সুলতানা, শিল্পী বেগম, মাহিন চৌধুরী, সীতা, শিখা, স¤পা, রিনা, দিপ্তী, সবিতা, জবা, বিভা প্রমুখ।