স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যগণ কোরআন ও হাদীসের আলোকে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকা, গুজব ও বিভিন্ন প্রকার অপপ্রচার থেকে বিরত থাকা, ধর্মীয় উস্কানি ও সা¤প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করা, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, অবৈধভাবে মাদক পাচার ও মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ করা, চোরাচালান বন্ধ করা, বাল্যবিবাহ নিরোধ করা, যৌতুক বন্ধ করা, কোভিড-১৯ ভেকসিনসহ বিভিন্ন কার্যক্রমের সফলতার জন্য প্রচারণা চালানো, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন করা, গবাদি পশু পালন ও খামার সৃষ্টি, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহযোগিতা করাসহ দেশের সার্বিক উন্নয়নে সকলে একসাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, ডিডি, এনএসআই, ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জের প্রতিনিধি, সভাপতি, ইমাম মুয়াজ্জিন পরিষদ, সুনামগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত মসজিদের ইমামগণ।