1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পীরপুর বাণীতলায় অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তণ সমাপ্ত

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ছাতক প্রতিনিধি ::
ছাতকে বাণী সেবাশ্রমের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তণ সমাপ্ত হয়েছে। ঐতিহ্যবাহী পীরপুর বাণী তলায় বৃহস্পতিবার শুভ অধিবাসের মাধ্যেমে নাম ও লীলা সংকীত্তর্ণের আনুষ্ঠানিক শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, গুরু পূজা, প্রার্থনা-আরতী ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। গীতা পাঠ করেন ছাতক মহাপ্রভুর আখড়ার সবায়িত হিমাদ্রী শেখর গোস্বামী মহর। লীলা সংকীর্ত্তণ পরিবেশন করেন দেশের খ্যাতনামা কীর্ত্তণীয়া গোবিন্দ চক্রবর্ত্তী রাখাল, রমেন্দ্র নারায়ণ দাস অতি, মিন্টু চক্রবর্ত্তী ও সাজুমনি দাস। শনিবার বিকেলে দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী লীলা সংকীর্ত্তণ সমাপ্ত হয়।
সেবাশ্রম কমিটির সভাপতি গোবিন্দ চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস জানান, প্রতিবছরের ন্যায় এ বছর বাণী তলায় লীলা সংকীর্ত্তণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন মানত নিয়ে মনবাসনা পূরণ করতে বাণীতলার এ উৎসবে আসেন। এ বছরও প্রচুর পূণ্যার্থী এ উৎসব অঙ্গনে আগমন ঘটেছে। বাণীতলা লীলা সংকীর্ত্তণ উৎসব সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com