ছাতক প্রতিনিধি ::
ছাতকে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে সায়েম আহমদ (২৮) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় সুরমা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। সায়েম আহমদ ছাতক শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার গামি দুটি পিকআপ ভ্যান প্রতিযোগিতামূলকভাবে পাশাপাশি হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান পথচারী সায়েম আহমদকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মৃত্যুবরণ করে।
এ দিকে স্থানীয় লোকজন ধাওয়া করে ব্রিজর টোল প্লাজায় পিকআপ ভ্যান দুটি আটক করে। ঘাতক পিকআপে ভ্যানের চালক পালিয়ে গেলেও অপর পিকআপ ভ্যানের চালক মোবারক হোসেন তানভীরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। আটক পিকআপ ভ্যান চালক মোবারক হোসেন দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের আব্দুল অদুদের পুত্র।