স্টাফ রিপোর্টার ::
হাজি মকবুল পুরকায়স্থ (এইচএমপি) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা।
এতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুল, সতীশ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী, দ্বীনি সিনিয়র আলীম মাদ্রাসার প্রভাষক মাও. আবু তাহির মো. খালিদ, শিক্ষক ফজলুল হক নোমান, শিক্ষক সৈয়দ মনছুর আলী, মাও. এমদাদুল হক।
মিলাদে তেলাওয়াত পাঠ করেন পূর্ববাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফিজ মো. হারুনুর রশিদ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাও. মফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হুদা। দোয়া মাহফিল শেষে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।