স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্টস্থ সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারণ স¤পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ও সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, উপদেষ্টা পরিতোষ চন্দ্র রায়, মোজাম্মেল হক, নূরুল ইসলাম, দাতা সদস্য সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আফিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান, দপ্তর স¤পাদক আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ গুরুধন দাস, শিক্ষা ও ক্রীড়া স¤পাদক নূরে আলম, সদস্য বেলায়েত হোসেন, মাস্টার অসিত চক্রবর্তী, ভূপতি দাস, জাহির আলী প্রমুখ।
সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের বাজেট গৃহীত হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা ও সকল সদস্যদের কার্যালয়ে নিয়মিত অংশগ্রহণসহ পর¯পপরের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, মো. খলিলুর রহমান এবং গীতা পাঠ করেন, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণয় চক্রবর্তী।