দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, সারাদেশে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক সে সময়ে আমার প্রিয়জন্মভূমি দিরাই শাল্লা উন্নয়ন বঞ্চিত। সারাদেশের মাঝে একমাত্র শাল্লা উপজেলা যার জেলা সদরের সাথে আজও যোগাযোগ স্থাপন হয়নি। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের স্মৃতিচারণ করে বলেন, উনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করে সকল লোভলালসার ঊর্ধ্বে থেকে জীবনের শেষ প্রান্তে এসেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। আমি জীবনের শেষ সময়ে আমার জন্ম ভূমি দিরাই শাল্লার মানুষের সেবা করতে চাই।
তিনি বলেন দিরাই আওয়ামীলীগে দলীয় আদর্শের কোনো বালাই নেই। যার কারণে দলের এ দশা। ১৪ তারিখের সম্মেলনে কি ঘটেছে সেটা আপনারা সবাই জানেন। যার কারণে পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি। তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, দিরাই-শাল্লার উন্নয়ন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। জামায়ত-বিএনপি’র অপতৎপরতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকের সমাবেশ প্রমাণ করে দিরাই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
শনিবারে বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, অ্যাডভোকেট অবণী মোহন দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মোশাররফ মিয়া, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক জাহাঙ্গীর চৌধুরী, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, সৈয়দ তানজিল আহমদ।
উপজেলা যুবলীগ নেতা রুবেল সর্দার ও পৌর যুবলীগের সাধারণ স¤পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী, মকসুদ আলম, যুবলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আল মামুন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক বিশ্বজিত রায় বিশু, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদ, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, তাড়ল ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহিত মিয়া প্রমুখ।