স্টাফ রিপোর্টার ::
কালীদহ সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকোট শাহ আলম মহি উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, লেখক ও গবেষক সুবাস উদ্দিন, প্রভাষক মো. জাকির হোসেন, প্রভাষক মানিক উল্লাহ, মো. এরশাদ, মো. ইসমাঈল প্রমুখ।
সভায় স্বাধীনতা দিবস উপলক্ষে কালীদহ বিশেষ সংখ্যা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে লেখক-লেখিকাদের শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানমের নিকট লেখা জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। সভার শুরুতেই প্রচ্ছদশিল্পী ধ্রুব এষকে বাংলা একাডেমি কর্তৃক শিশুসাহিত্য পুরস্কার লাভ করায় অভিনন্দন জানানো হয়।