তাহিরপুর প্রতিনিধি ::
হাওর অঞ্চলের গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। শুধু তাই নয় ১৯৭৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর এই প্রথমবারের মতো সিজারের মাধ্যমে গত বুধবার বিকেলে উপজেলার বীরনগর গ্রামের মুর্শেদ আলীর স্ত্রী শাবানা বেগম কন্যা সন্তানের প্রসব করানো হয়েছে। অস্ত্রোপচার করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হোসেন, এনেস্থেসিয়োলজিস্ট ডা. শুভ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন, মেডিকেল অফিসার ডা. জুনায়েদ সরকার, ডা. সাফিকুল ইসলাম, নার্স ইনচার্জ নুসরাত জাহান, অপারেশন থিয়েটার ইনচার্জ সোনিয়া আক্তার ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।
ডা. আহমদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এনে স্বাস্থ্যসেবাকে তৃণমূলের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি তারই প্রয়াস। এখন থেকে সুনামগঞ্জের দুর্গম হাওর অঞ্চলের গর্ভবতী মায়েদের কষ্ট ও অর্থ ব্যয় করে শহরে গিয়ে সিজার করাতে হবে না। যেকোনো সময় গর্ভবতী মায়েদের সেবার জন্য জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত থাকবে।