জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়ার মৎস্য ফিসারিতে এ যুবকের মৃত্যু হয়।
ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, জুয়েল মিয়া আমার ফিসারিতে মাছের খাবার ও ফিসারির পাড়ে থাকা গাছে পানি দিতো। প্রতিদিনের মতো পল্লী বিদ্যুৎ চালিত মোটরের লাইন দিয়ে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।