দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজানগর বাজারে ব্যবসায়ী কমিটির আয়োজনে সম্মাননা প্রদান ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। রাজানগর বাজার কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সজলু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, দিরাই থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, এসআই আমির হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মোক্তাদির হোসেন বচুরি-ডাকাতি, মাদক রোধে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সভা শেষে বাজার কমিটির পক্ষ থেকে নবাগত দিরাই থানার অফিসার ইনচার্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।