ছাতক প্রতিনিধি ::
ছাতকে ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শুরু না হওয়ার প্রতিবাদে এবং কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে হাওর বাঁচাও আন্দোলন, ছাতক উপজেলা কমিটি এই কর্মসূচি পালন করে।
কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও বাঁধ বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, আতিকুর রহমান মাহমুদ, এইচএম খালেদ, অলিউর রহমান, শিক্ষক রজ্জাদ আহমদ, আমিরুল ইসলাম, মিজানুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, কৃষক ফজল উদ্দিন, সফর আলী, পাপলু আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো উপজেলার অর্ধেক বাঁধের কাজও শুরু হয়নি। সময়মতো বাঁধের কাজ শুরু না হওয়ায় কৃষকরা উদ্বিগ্ন। এবার যদি ফসলহানি হয় তাহলে, বাঁধের কাজে গাফিলতিকারীদের ছাড় দেয়া হবে না। বক্তারা অবিলম্বে বাঁধের কাজ শুরুর দাবি জানান।