স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ২৭৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ সদর এপি। মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে শহরের একটি সেন্টারে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, পৌরসভার প্যানেল মেয়র আহমেদ নূর, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার তাপস চিসিম, সিলেট ক্লাস্টার এরিয়া ম্যানেজার কাজল এ দ্রং, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা উত্তম চক্রবর্তী, চাইল্ড প্রোক্টেকশন অফিসার অপূর্ব চিসিম প্রমুখ।