ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ইউরোপ লি. (এনটিভি)’র জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। গত ২১ জানুয়ারি এনটিভি ইউরোপ হেডঅব নিউজ সামিউল ইসলাম চয়ন (চয়ন সামি) স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ দেয়া হয়।
সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ২০০০ সালের ৯ মার্চ সাপ্তাহিক ভাটি বাংলা পত্রিকার মাধ্যমে সংবাদপত্রে তার লেখালেখি শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক দিনকাল, মানবজমিন, দৈনিক নয়া দিগন্ত, দি বাংলাদেশ টুডে, দৈনিক জালালাবাদ, লন্ডন-বাংলার যৌথ প্রকাশনা মাসিক দর্পণ, সাপ্তাহিক সুনামকণ্ঠ, দৈনিক হাওরাঞ্চলের কথা, দৈনিক আজকের সুনামগঞ্জ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, দৈনিক হিজলকরচ পত্রিকার সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেব কাজ করেন।
এনটিভি ইউরোপের জামালগঞ্জ প্রতিনিধি নিয়োগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ও হেডঅব নিউজ সামিউল ইসলাম চয়ন (চয়ন সামি)-এর প্রতি। সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে তার সাথে ০১৭১৮-২৮৪০৯৭ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে। – সংবাদ বিজ্ঞপ্তি