স্টাফ রিপোর্টার ::
১৮-১৯ জানুয়ারি সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা সাহিত্য মেলা ২০২২। শনিবার এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। জেলার সাহিত্যিকগণের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ড. মোহাম্মদ সাদিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতাউর রহমান, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. একেএম কুতুব উদ্দিন প্রমুখ।
দুই দিনব্যাপী এই সাহিত্য মেলার প্রথম দিনের আয়োজন ১৮ জানুয়ারি সকাল ৯ টায় এ জেলার সাহিত্যিকদের নাম নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর ‘জেলা সাহিত্য মেলা ২০২২’ এর শুভ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে প্রবন্ধ পাঠ ও আলোচনা পর্ব। যেখানে সুনামগঞ্জ জেলার তিনজন সাহিত্যিকের প্রবন্ধ পঠিত হবে এবং তিনজন আলোচক থাকবেন। এছাড়াও দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রয়েছে লেখক কর্মশালা। প্রতিদিন বিকাল ৫টা থেকে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯ জানুয়ারি
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রয়েছে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্যপাঠ পর্ব।