স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে পাগলা সরকারি মডেল হাইস্কুল মাঠে পশ্চিম পাগলা ইউনিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জগলু হায়দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার, প্রভাষক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।
পশ্চিম পাগলা ইউনিয়নের স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।