স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলায় নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল) স¤পন্ন হয়েছে। শনিবার বেলা ২টায় ফাইনাল খেলা শুরু। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ ও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন আয়োজিত অষ্টম নোয়াখালী প্রিমিয়ার লীগ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির উদ্দিন।
খেলোয়াড় আলী আহমদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশনের কর্ণধার কামাল হোসেন, খেলোয়াড় আবু তাহের সনি ও তাকবীর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি দাস, মনিন্দ্র দাস, রতন কুমার দাস, হাসান মিয়া, আবদুল কাদির, খোকা রঞ্জন দাস, হানিফ উল্লাহ, অবনী সূত্রধর, শফিক চৌধুরী, আবদুল হক, গৌরাঙ্গ দাশ, নোয়াখালী বাজার কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ স¤পাদক হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ এনজেবি’র সভাপতি- খছরুজ্জামান পাবেল, আওয়ামী লীগ নেতা শাহীনুর আলম শাহীন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক সুহীন আহমদ দুদু ও কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল।
সাত দলের লীগ পদ্ধতির এ খেলায় ফাইনালে মুখোমুখি হয় রাইজিং সুপার স্টার বনাম তৌফিক ফাইটার্স। ষোলো অভারের শর্ট ফরমেটের এ খেলায় রাইজিং সুপার স্টারকে হারিয়ে চ্যা¤িপয়ান হওয়ার গৌরব অর্জন করে তৌফিক ফাইটার্স। খেলা পরিচালনা করেন সোয়েব আহমদ মারুফ ও সোহাগ আহমদ। ধারা বিবরণী করেন শিব্বির আহমেদ।