স্টাফ রিপোর্টার ::
উত্তর সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাচ্চুনগরের কামার ভিটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।
কাজী মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কমকর্তা শাহানুর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, লেফটেন্যান্ট কর্নেল ডা. কেএসএম বায়োজিদ, ডা. নুরুজ্জামান সিফাত, ডা. ফারজানা শারমিন, স্বাস্থ্যকর্মী সুলতান আহমেদ, হানিফ মিয়া, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আজ আমাদের উত্তর সুরমার ছেলে মেয়েরা পড়াশুনা করে বিসিএস ক্যাডার হয়ে জনসেবায় নিয়োজিত আছেন। তোমরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখবে একদিন উত্তর সুরমার নাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে।