তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় (৭০% ভর্তুকিতে) কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহিদ হাসান রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার ৬ জন কৃষককে ৭০% ভর্তুকিতে ৬টি বীজ বপন যন্ত্র (সিডার) ও ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়।