স্টাফ রিপোর্টার ::
অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সোমবার রাতে শহরের পাঠানবাড়ি এলাকায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রমুখ।