স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারের চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাস উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেন। এ সময় উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।