স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে গোবিন্দপুর প্রিমিয়ার লীগ সিজন-৩-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তালুকদার লিমিটেডের আয়োজনে জিএমসিসি মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলার আয়োজক কমিটির সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি জসিম উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন, মনসুর আলম তালুকদার, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান। খেলার পরিচালনা কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন ফোয়াদ মনি তালুকদার, মুহি, আশরাফ, রিবন, আলি হাসান, পপলু, মেহেদি, সাগর, জাহাঙ্গীর, রাহি, রেজা, শুভরাজ, শাহি, আরিফ, রুমেল, শান্ত প্রমুখ। লীগে ৬টি টিম অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে। জেলার প্রতিটি উপজেলায় এরকম আয়োজন প্রয়োজন। তাহলে খেলার প্রতি তরুণদের আগ্রহ তৈরি হবে এবং প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।