স্টাফ রিপোর্টার ::
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সমাজ উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। সামাজিক নিরাপত্তার আওতায় দেশে ১২৩টি কর্মসূচি চালু আছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় এই কর্মসূচি চালু করেছেন সরকার।
তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধীদের অনুদান প্রদান সহ ইত্যাদি সেবা পাওয়ার জন্য যেসব মানুষ নির্বাচন করা হবে, তাদের বিষয়ে অবশ্যই জেনে শুনে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কখনো ভুল তথ্য দিয়ে সেবা পাইয়ে দেয়া বা সেবা নেয়া উচিত নয়। এটা মারাত্মক অপরাধ। তিনি বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অফিসার সুচিত্রা রায়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোওয়ার আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাবেক সভাপতি নূরুর রব চৌধুরী, ডা. তানজিল হক।
শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ স¤পাদক মো. জাহাঙ্গীর আলম ও শিমন চৌধুরী।
সভা শেষে ক¤িপউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।