স্টাফ রিপোর্টার ::
শাল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকার্তা আবু তালেব। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, উপজেলা আ.লীগের সাংগঠনিক স¤পাদক বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অমর ফারুক, সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার ফজলুল করিম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সুপার ভাইজার কালীপদ দাস, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাংবাদিক পিযুষ শেখর দাশ, বিপ্লব রায়, হবিবপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য শিপ্রা রাণী দাস, হবিবপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য সত্যব্রত সরকার দিজেন্দ্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার নারকিলা, চিকাডুবি, দাঁড়াইন বাজার, মিলন বাজার ও আনন্দপুর বাজারসহ আরও বেশকিছু স্থানে চোলাই মদ বিক্রি করা হয়। পুলিশ প্রশাসন আরও মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অনুরোধ জানানো হয়। সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক সেবনকারী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কটের হুঁশিয়ারি দেয়া হয়।