1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বুড়িস্থল থেকে আলমপুর : আধা কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

শামসুল কাদির মিছবাহ ::

সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল পয়েন্ট থেকে আলমপুর (খাইরঘাট) ব্রিজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দীর্ঘদিন ধরে বেহাল দশা। সড়কটি প্রায় দশ বছর পূর্বে ব্লক দিয়ে সংস্কার করা হয়েছিল। সংস্কার করার কয়েক বছরের মধ্যে সড়কের ব্লক সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে এ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কিছু অংশ মোল্লাপাড়া ইউনিয়ন এবং কিছু অংশ কোরবাননগর ইউনিয়নের আওতাধীন। এই সড়কে চলাচলকারী আলমপুর, লালারচর, নয়াগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ হেঁটেই চলাচল করেন। আবার অনেক মানুষ দীর্ঘ পথ ঘুরে পার্শ্ববর্তী মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারের সড়ক দিয়ে যানবাহনে যাতায়াত করতে হয়। যার ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের কয়েক গ্রামের মানুষজন।
সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বের প্রায় আধা কিলোমিটার সড়কের ভাঙ্গা অংশের মেরামত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, প্রায় দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও সংস্কারের নেই কোনো উদ্যোগ।
বুড়িস্থল গ্রামের ১৬ বছরের কিশোর রনি কিছুটা আক্ষেপ নিয়েই বললেন, জ্ঞান হওয়ার পর থেকেই এই রাস্তা ভাঙ্গা দেখে আসছি। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
আলমপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে সড়কটির ব্লক উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অথচ আলমপুরসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি। তিনি বলেন, দীর্ঘ দশ বছর ধরে সড়কটি সংস্কার হবে এমন আশ্বাসের কথাই শুনে আসছি কিন্তু এর বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।
গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. এখলাছুর রহমান বলেন, জেলা শহরের সাথে আলমপুরসহ কয়েক গ্রামের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ সড়ক এটি। এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। অথচ সড়কের সামান্য কিছু অংশ খানাখন্দের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ দিনের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, বুড়িস্থল পয়েন্ট থেকে আলমপুর (খাইরঘাট) ব্রিজ পর্যন্ত ভাঙ্গা সড়কটি নির্মাণের টেন্ডার হয়েছে। এই মৌসুমের মধ্যেই কাজ শুরু হয়ে স¤পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com