জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। এতে পৌর নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
১৯৯৯ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের প্রচেষ্টায় ৪নং জগন্নাথপুর সদর ইউনিয়নটি পৌরসভায় উন্নীত হয়। এতে প্রথম পৌর প্রশাসক ছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান মো. মুকিত মিয়া ও প্রথম পৌর চেয়ারম্যান ছিলেন প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়া। ২০০৮ সালে প্রয়াত পৌর মেয়র আলহাজ আবদুল মনাফের প্রচেষ্টায় তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয় জগন্নাথপুর পৌরসভা। এবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিকতায় ও বর্তমান পৌর মেয়র মো. আক্তার হোসেনের প্রাণপণ প্রচেষ্টায় প্রথম শ্রেণিতে উন্নীত হলো জগন্নাথপুর পৌরসভা।
রোববার রাষ্ট্রপতির পক্ষে উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জগন্নাথপুর পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয় বলে পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী নিশ্চিত করেন। জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ২২ বছরের মাথায় তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হলো। এতে পৌর নাগরিকদের প্রত্যাশা আরো বেড়ে গেছে। পৌরসভার কাক্সিক্ষত উন্নয়ন ও নাগরিক সেবা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাগরিকগণ।