স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম বিভাগ ক্রিকেট লীগের রবিবারের (১ জানুয়ারি) ম্যাচে জয় পেয়েছে বাঁধন ক্রিকেট ক্লাব। ওইদিন সকালে ওয়েস্টার্ন ক্রিকেট ক্লাব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাঁধন ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৯৭/১০ (২৫) রান সংগ্রহ করে। গালিব ২৪, এমদাদ ২২ ও আনিসুল ১৭ রান এবং জাহিদ ৪ ও নিয়াজ ৩ উইকেট সংগ্রহ করে। জবাবে ওয়েস্টার্ন ক্রিকেট ক্লাব ৭৩/১০ (২৭.৫) সংগ্রহ করে। হোসেন আলী ২১, নাসির ১৬ রান এবং নোমান ৪ ও আনিসুল ৩ উইকেট সংগ্রহ করেন। ম্যাচটি পরিচালনা করেন ওয়াসিম বখত, সাদিকুর রহমান চৌধুরী ও সবুজ দেবনাথ। আজ সোমবারের খেলায় অগ্নিবীণা ক্রিকেট ক্লাব বনাম রাইজিং স্টার অংশগ্রহণ করবে।