স্টাফ রিপোর্টার ::
করোনা মহামারির কারণে বন্ধ থাকার দুই বছর পর সুনামগঞ্জের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শুরু বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে জাতীয় পাঠ্যপুস্তক দিবস-২০২৩ এর কার্যক্রম শুরু হয়। শহরের সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী।
পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে যোগদেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান খান।
এছাড়া শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) শেখ মহি উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর প্রমুখ। উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান।
অনুষ্ঠানে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুল কবীর চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদর্শ শিশু শিক্ষা নিকেতনে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।