1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শান্তিগঞ্জের সেরা দশ বিদ্যালয়কে সম্মাননা

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে একটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অক্ষর জ্ঞান, পঠন, পাঠন, লিখন দক্ষতা এবং গাণিতিক সংখ্যার ধারণা মূল্যায়ন শেষে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা সম্মেলন নাম দিয়ে ওই সম্মেলনে বিশেষ উন্নতি করা ১০টি বিদ্যালয়কে উৎসাহমূলক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন এফআইভিডিবি হলরুমে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। গত বছর পঠন, পাঠন ও লিখনে বিশেষ উদ্যোগ নেওয়ার পর খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিনে সেরা দশটি বিদ্যালয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ইংরেজি, বাংলা ও গণিতে যথাক্রমে ৭৫, ৪৫ ও ৫৭ শিক্ষার্থী সক্ষম বলে সম্মেলনে জানানো হয়। প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন বিষয়ক সৃজনশীল এই উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজন।
শান্তিগঞ্জ উপজেলা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিভিন্ন ফোরামে এই উপজেলার প্রাথমিক শিক্ষার মান তলানীতে এই অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা বিশেষ উদ্যোগ নেন। অফিসারদের ভাগ করে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিশুদের অক্ষরজ্ঞান, পঠন ও লিখন দক্ষতা এবং গাণিতিক সংখ্যার ধারণা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেন গত বছর। এ বিষয়ে শুরু হয় বিশেষ প্রতিযোগিতা। প্রতিটি বিদ্যালয়ে গিয়ে বাংলা, ইংরেজি ও গণিতের প্রতি জোর দেওয়া হয়। ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক শিখন দক্ষতা অর্জন করতে অফিসাররা বিভক্ত হয়ে প্রতিটি বিদ্যালয়ে গিয়ে সময় করে তদারকি করেন। পাঠদানসহ মতবিনিময় করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে। এই উদ্যোগের মাধ্যমে গত ডিসেম্বর মাসে এসে ৫ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতে পঠন পাঠন ও লিখনে যথাক্রমে ৭৫, ৪৫ ও ৫৭ ভাগ শিক্ষার্থী প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়। এই সংখ্যা ২০২২ সালের মাঝমাঝি সময়ে ছিল ৩০, ১০ ও ২১ ভাগ। গত ৬ মাসে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পঠন, পাঠন ও লিখনে বিশেষ উন্নতি হয়। এই গড় উন্নতির মধ্যেও বসিয়াখাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সম্মেলনের মাধ্যমে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাথমিক সম্মেলনে সেরা দশ প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, আমরা ৬ মাস প্রতিটি বিদ্যালয়কে নজরদারিতে রেখেছি। অফিসারদের ভাগ করে দিয়ে প্রতিটি স্কুলে গিয়ে পঠন, পাঠন ও লিখনে তদারকি করেছি। জনপ্রতিনিধি, অভিভাববক ও শিক্ষকরাও আমাদের সহযোগিতা করেছেন। সবার প্রচেষ্টায় আমরা আশানুরূপ ফলাফল পেয়েছি। এই ধারাবাহিকতা বজায় থাকলে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষায় দেশের রোল মডেল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com