স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নতুন বছর বরণ করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। রবিবার সকালে তিনি স্কুল ক্যাম্পাসে যান এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে নতুন বছর ২০২৩-কে বরণ করেন। তখন শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করে। সবাই করতালির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি ও স্কুলের দাতা সদস্য মো. জিয়াউল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।