স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে ক্রিকেট লীগের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মো. পারভেজ আহমদ চৌধুরী, সিাজুর রহমান সিরাজ, ইশতিয়াক আহমদ শামীম, দিলারা বেগম, মো. মুক্তাদির হোসেন, মো. জুনেদ আহমদ, মো. সেজুল আহমেদ, মো. ইকবাল হোসেন, উজ্জ্বল বখত, আব্দুল্লাহ আল নোমান, জুনেল আহমদ রাজরান, অ্যাডভোকেট চৌধুরী আহমদ মুজতবা রাজী, এনাম আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগ সম্পাদক ও বিসিবি কাউন্সিলর মো. রেজওয়ানুল হক রাজা।
উদ্বোধনী ম্যাচে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দিগন্ত ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করে ৭৫/১০ (২৩.৪) রান সংগ্রহ করে। শাকিল ১৭, ফজলে আমিন ১২ রান এবং আজাদ ৬, জাবেদ ২ উইকেট পান। জবাবে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব ৭৯/৪ (১০.২) রান সংগ্রহ করে। নিপু ৪৩, জনি ৮ রান এবং সালাউদ্দিন ২, শামীম ১ উইকেট লাভ করেন। ম্যাচ পরিচালনা করেন আলী হোসেন, মাহমুদুর রহমান সাজু ও মুসতাকিম আহমেদ জয়।
আজ শনিবার ফ্যান্টম গ্রুপ বনাম অ্যাপোলো সোলজার্স ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে।