1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুরমা ইউপি উপনির্বাচন স্বতন্ত্র প্রার্থী, আ.লীগের ভরাডুবি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ::
টানা ৫ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর ষষ্ঠবার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। তিনি উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১৯৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি ৩ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে খন্দকার মামুনুর রশীদ পেয়েছেন ২ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন। এছাড়াও ঘোড়া প্রতীকে মোহাম্মদ শাহজালাল পেয়েছেন ১৩৪৬ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন।
এদিকে মোট কাস্টিং ভোটের চেয়ে কাক্সিক্ষত ভোট না পাওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাজেয়াপ্ত হতে যাচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী মোট কাস্টিং ৯০৪৪ ভোটের মধ্যে নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৭০৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী চশমা প্রতীকে পেয়েছেন ২১১ ভোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন পেয়েছেন মাত্র ৫৪ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। ১৫ হাজার ৬৬ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ছয় চেয়ারম্যান প্রার্থী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, বিজয়ী প্রার্থী মো. হারুন অর রশীদ এর আগে একই ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ২১ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ হালিম বীরপ্রতীক আকস্মিক মৃত্যু হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। উপনির্বাচনে ষষ্ঠ বারের ন্যায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন হারুন অর রশীদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের সমর্থন আদায় করে জয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের আক্ষেপের ইতি টেনেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com