জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেনের জানাজা’য় হাজারো শোকার্ত জনতার ঢল নামে। বৃহস্পতিবার বিকেলে প্রয়াত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের নিজ গ্রাম শ্রীরামসি স্কুল ও এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ জগন্নাথপুর উপজেলা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাগণ, জগন্নাথপুর উপজেলা সহ অন্য অঞ্চল থেকে আসা জনপ্রতিনিধিবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীগণ সহ সর্বস্তরের শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। এতে প্রয়াত চেয়ারম্যান আকমল হোসেনের রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহপাকের নিকট দোয়া প্রার্থনা করা হয়। এর আগে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রয়াত চেয়ারম্যান আকমল হোসেনের মরদেহ রাখা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর সোমবার রাত প্রায় দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় স্কয়ার হাসপাতালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা সদ্য নির্বাচিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মৃত্যুবরণ করেন। তিনি দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর মাত্র ২৮ দিন দায়িত্ব পালন করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে বইছে শোকাবহ পরিস্থিতি।