জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবরের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সুপার সিক্সটি’র আয়োজনে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
সংগঠনের সদস্য বায়েজিদ আহম্মদের সভাপতিত্বে ও আবতাহী নুর খানের পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির সংবর্ধিত সাধারণ স¤পাদক মেহেদী হাসান বাবর, সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল ইসলাম, বেহেলী ইউনিয়নের টিম লিডার তারেক রহমান, ভীমখালি ইউনিয়নের টিম লিডার আব্দুস সামাদ আফিন্দি নাহিদ, জামালগঞ্জ উত্তর ইউপির টিম লিডার মুহাম্মদ নবী, সংগঠনের সদস্য রাহাদ আলম হৃদয়, নয়ন, সালমান আহমেদ, রাজু, খোকন মিয়া, মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত ব্যক্তি মেহেদী হাসান বাবরকে সুপার সিক্সটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।