স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে বন্যা ও কোভিডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহছানিয়া মিশন। বুধবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে গিভ ২ এশিয়া এর সহায়তায় ঢাকা আহছানিয়া মিশন (ডাম) সদর ইউনিয়নের ১৫০টি পরিবারের মধ্যে ২০ কেজি চাল, সোয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিড়া ১ কেজি, .৫ লবণ, .৫ চিনি, মুগ ডাল ১ কেজি, ছোলার ডাল ৪ কেজি, বালতি ২০ লিটার ২টি, মগ ১টি, গোসলের সাবান ৪টি, কাপড় কাচার সাবান ১ কেজি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০টি সহায়তাসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, কান্ট্রি এডভাইজার, গিভ২ এশিয়া তৌফিক আহমদ খান, যুগ্ম পরিচালক সি সি এন্ড ডি আর আর সেক্টর, ঢাকা আহছানিয়া মিশন মো. জাহাঙ্গীর আলম, প্রজেক্ট ম্যানেজার, সি সি এন্ড ডি আর আর সেক্টর ঢাকা আহছানিয়া মিশন সিলভী রহমান, প্রজেক্ট ম্যানেজার সি সি এন্ড ডি আর আর সেক্টর ঢাকা আহছানিয়া মিশন অরূপ রতন দাশ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম স¤পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর স¤পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ, প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, ইউপি সদস্য জয় রায়, আকসান মিয়া, শফিক মিয়া, লাল মিয়া প্রমুখ।