স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনসেবা সংগঠন ‘স্বপ্নের সিলেট’। মঙ্গলবার উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে শীতবস্ত্র বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী মো. নবী হোসেন।
স্বপ্নের সিলেট গ্রুপের প্রধান অ্যাডমিন বিশিষ্ট সমাজ সেবক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী সিরাজুল হক ওলী, মো. মুহিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ ও সদস্য মো. আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. নুরুজ্জামান, মো. গোলাম মৌলা, আব্দুল মুকিত মিয়া, জামাল উদ্দিন, রুহুল আমীন, এমদাদুল হক এমরান প্রমুখ।