শহীদনূর আহমেদ ::
পানি উন্নয়ন বোর্ডের ২০১৭ এর নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হওয়ার কথা। নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পার হলেও এখনো বেশিরভাগ উপজেলায় কাজই শুরু হয়নি। এখনো শেষ হয়নি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত ১২ উপজেলায় মাত্র ৬০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। সময় মতো কাজ শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন হাওরপারের কৃষকসহ হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার ১২ উপজেলায় এখন পর্যন্ত ৯০৪টি প্রকল্প পাওয়া গেছে। কিছু বাঁধের জরিপ এখনো বাকি রয়েছে। তাই আরও কিছু প্রকল্প বৃদ্ধি হতে পারে। চলতি অর্থবছরে ৬২৫ কিলোমিটার বাঁধে কাজ করার লক্ষ্যে ১৭০ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। যাবতীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার পর্যন্ত ১৯৩টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে মাত্র ৬০টি প্রকল্পে মাটির কাজ শুরু হয়েছে। হাওরে বিলম্বে পানি নামাসহ ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি কাটার মেশিন না নিতে পারায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ৪৮টি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রকল্পের সংখ্যা বাড়ানো হয়েছে। বরাদ্দ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গেল বোরো মৌসুম (২০২১-২০২২) অর্থ বছরে ৫৩৬ কিলোমিটার বাঁধ নির্মাণে ৭২৭টি প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল ১২৪ কোটি টাকা। তার বিপরীতে এবার প্রায় ৮৯ কিলোমিটার বাঁধের প্রাক্কলন বৃদ্ধি করে গেল বারের চেয়ে ১৭৭ প্রকল্প বেশি প্রস্তাব করে অতিরিক্ত ৪৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
অপরদিকে, চলতি বোরো মৌসুমে প্রকল্পের সংখ্যা বাড়ানোর সাথে সাথে বরাদ্দ বৃদ্ধি অসংগতিপূর্ণ বলে দাবি করা হচ্ছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে। তাদের মতে অন্যান্য বারের মতো এবারও অনেক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারি টাকা লোপাটের পাঁয়তারা করছে একটি মহল। গেল বছরের অনেক বাঁধ অক্ষত থাকলেও সেসব বাঁধে প্রকল্প গ্রহণ করে বেশি বরাদ্দ বাগিয়ে আনার অভিযোগ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করার কথা। এখনও অনেক উপজেলায় পিআইসি গঠনটি হয়নি। নামে মাত্র বাঁধের কাজ উদ্বোধন করা হচ্ছে। গেল বছর যে পরিমাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবার তার চেয়ে অনেক বেশি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্প বৃদ্ধি করে বরাদ্দও বৃদ্ধি করা হচ্ছে। বিগত বছরের অনেক বাঁধ এখনো অক্ষত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, মঙ্গলবার পর্যন্ত ৬০টি প্রকল্পে বাঁধের কাজ শুরু করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৯৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পিআইসি গঠন করে সকল উপজেলায় বাঁধ নির্মাণ কাজ শুরু করতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। হাওর থেকে বিলম্বে পানি নামায় কাজ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ বাস্তবায়ন করে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। চলতি অর্থবছরে বাঁধ নির্মাণ ও মেরামতে ১০০ কোটি বরাদ্দ অনুমোদন হয়েছে। ইতোমধ্যে ২৫ কোটি টাকা ছাড় হয়েছে।