দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের আয়োজনে ১৫তম রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় থানা পয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের ভিআইপি কনফারেন্স হলে সংগঠনের অর্থ স¤পাদক হাফিজ শাব্বির আহমদ সরদার-এর সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি স¤পাদক রুম্মান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুজাহিদ সর্দার, সদস্য ইমরান হোসাইন, সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ। বক্তব্য রাখেন সংগঠনের সহ অর্থ স¤পাদক হাফিজ লোকমান আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক জুনাইদ আহমদ সরদার, ক্রীড়া স¤পাদক শাফিউল করিম প্রমুখ। এসময় সংগঠনের আয়োজনের ১৫তম রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।