স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে দুটি ধান কাটা নেশিন ও একটি মাড়াই মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষক মোস্তফা কামাল, সুধীন রায়কে হারভেস্টার মেশিন ও ফররুখ আহমেদ নূরীকে ধান মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, আবু মোহাম্মদ সালেহ আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর স¤পাদক রুকন উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা জানান, কৃষির স্বার্থে সরকার কৃষকদের মধ্যে মেশিন দিচ্ছে। যাতে করে কৃষকরা তাদের কষ্টে ফলানো ধান দ্রুত ও কম খরচে কাটা ও মাড়াই করে গোলায় তুলতে পারেন।