1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মসজিদ ও মাদ্রাসার ভূমি রক্ষার দাবিতে জামালগঞ্জে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে কান্দাগাঁও, নজাতপুর, ফলকপুর ও শেরমস্তপুর চার গ্রামবাসীর উদ্যোগে মসজিদ ও মাদ্রাসার ভূমি রক্ষার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল আউয়াল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শেরমস্তপুর মৌজার ৩২ নম্বর জেএল ও ৬৮২ নম্বর দাগের ২৬৭ নম্বর খতিয়ানভুক্ত ১২ একর ভূমির প্রকৃত মালিক শেরমস্তপুর গ্রামের অনেকেই। তবে মোট জায়গার একটা বড় অংশ চার গ্রামের মসজিদ ও মাদ্রাসার নামে দান করে দেন স্ব-স্ব মালিক। যার প্রয়োজনীয় কাগজপত্র মসজিদ ও মাদ্রাসা কমিটির কাছে সংরক্ষিত আছে। এ জায়গা প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে চার গ্রামের গোচারণে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি লামারভূঁই নামক এ কান্দা ছোট ছনুয়া হাওরের ফসল রক্ষায় বাঁধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, চার গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এ কান্দাটি একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতলিব, তার স্ত্রী ও চার ছেলে আলী নূর আলম উজ্জ্বল, সজল মিয়া, আশিক নূর, সামছুন্নুর অবৈধভাবে দখলে নিতে দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছেন। এমনকি চার গ্রামের মানুষ কান্দাটি রক্ষায় তাদের বিরুদ্ধে অবস্থান নিলে তারা ভয়-ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছেন। পাশাপাশি গত ১৭ ডিসেম্বর ওই কান্দায় নেমে চার গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে নিরীহ গ্রামবাসী নিরুপায় হয়ে ২২ ডিসেম্বর তাদেরকে বিবাদী করে জামালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করে। লিখিত বক্তব্যে চার গ্রামের মসজিদ মাদ্রাসার জন্য নির্ধারিত গোচারণ ভূমিটি অবৈধ দখল মুক্ত করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
লিখিত বক্তব্য পাঠকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল আলী, শেরমস্তপুর মসজিদ পরিচালনা কমিটির মুতাওয়াল্লী সাদেক আলী তালুকদার, শেরমস্তপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মঞ্জুর আলী, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সুলতান আহমদ, ইউপি সদস্য মো. ছমির উদ্দীন, মমিনুর রহমান প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মতলিবের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com