জামালগঞ্জ উপজেলার সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে জামালগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১১সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। ফালগুনী টিভি ও ডিএ নিউজ প্লাস স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় সভা পরিচালিত হয়। অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ সালের দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্ত, দি বাংলাদেশ টুডে ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপকে সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের ক্রাইম রিপোর্টার বাদল কৃষ্ণ দাসকে সাধারণ সম্পাদক করে ১১সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি দৈনিক আমার সময়, ফালগুনী টিভি ও ডিএ নিউজ প্লাস স্যাটেলাইট ভিত্তিক টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশ সেবার জামালগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী, কোষাধ্যক্ষ দৈনিক মুক্ত খবর পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি বাপ্পী বর্মণ, সাংগঠনিক সম্পাদক লেখক ও কলামিস্ট আসাদ বিন সফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের সূর্য জেলা প্রতিনিধি অনিমেষ দাস, সম্পাদক আমার সুরমা পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি মানিক মিয়া। সদস্য দৈনিক আলোকিত পত্রিকা জেলা প্রতিনিধি এইচ জাকারিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন।