হিন্দু পরিষদ, সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কালিবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরাঙ্গ চক্রবর্তী। গীতাপাঠ করেন পিংকু তালুকদার। বক্তব্য রাখেন যুব পরিষদের সভাপতি সঞ্জয় আচার্য্য, তূর্য দাস রাজ, শ্যামাপ্রসাদ আচার্য্য, সুখলাল দাস, বিধান বণিক, অজিত চন্দ্র চন্দ, প্রণয় চক্রবর্তী, অমর চক্রবর্তী, রূপংকর দাস রিন্টু, বিপ্লব রায়, কেশব সরকার ও সনৎ আচার্য্য প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি অনুমোদিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দীপু ও সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। কমিটিতে বিকাশ রঞ্জন সরকার সভাপতি, সনৎ আচার্য্য নির্বাহী সভাপতি, কেশব সরকার প্রধান সমন্বয়কারী, নির্মল চক্রবর্ত্তী বেণু, সজিত কুমার চন্দ, প্রণয় চক্রবর্তী, রূপংকর দাস রিন্টু, বিধান বণিক, অ্যাডভোকেট গোপাল দত্ত সিনিয়র সভাপতি, অ্যাডভোকেট অলক চক্রবর্তী বাপ্পা, পিংকু তালুকদার, অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস, গৌরাঙ্গ বর্মণ, গণেশ রায়, মোহিনী মোহন ত্রিবেদী, শ্যামাপ্রসাদ আচার্য্য সহ-সভাপতি, বিপ্লব রায় সাধারণ সম্পাদক, অমর চক্রবর্তী সিনিয়র সাধারণ সম্পাদক, দীপংকর শর্মা চৌধুরী, মদনমোহন চক্রবর্তী, হীরন্ময় বর্মণ, পিযুষ চক্রবর্তী, রিংকু চক্রবর্তী, পংকজ চক্রবর্তী, কলিঙ্গ রাজ চৌধুরী, সুজন চৌধুরী, অমৃত আচার্য্য, বাপ্পী আচার্য্য, বিনায়ক সরকার, জয়কুমার শ্যাম, অরুণ চক্রবর্তী, অঞ্জন দেবনাথ, নান্টু চক্রবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক ও তুর্যদাস রাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। – সংবাদ বিজ্ঞপ্তি