জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুহাইমিন আহমদ আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আরএফসিতে বাংলাদেশস্থ ইনাতনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইনাতনগর স্পোর্টিং ক্লাব যুক্তরাজ্যের ডিরেক্টর ও ক্যাশিয়ার মুহাইমিন আহমদ আমিন।
বাংলাদেশস্থ ইনাতনগর স্পোর্টিং ক্লাবের কোচ জাকারিয়া হাবিব জিকুর সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধিনায়ক মুহিব রহমান। বক্তব্য রাখেন আলফু মিয়া, মুহিবুর রহমান, সেলিম আহমদ, সুহেল আহমদ, স্বপন আহমদ, উজ্জ্বল, ছানু প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।