মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প রাণীগঞ্জ সেতু নির্মাণ হওয়ার পর আরেকটি মেগা প্রকল্প প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় এ মেগা প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হচ্ছে। বর্তমানে চলছে জমি অধিগ্রহণ কাজ। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান, উপজেলার নারিকেলতলা হাওরে প্রায় ২০০ কোটি টাকা ১৫.১৫ একর জমির উপর নির্মাণ হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। তা শেষ হলে শুরু হবে ভবন নির্মাণ কাজ।