স্টাফ রিপোর্টার ::
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি এবং গ্রেফতারকৃত কেন্দ্রীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ মিলিত হন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আজম খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে আজম খাঁন বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইন-আদালত কিছুই নেই। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেমেছে। আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবি আদায় করা হবে। আগেই যদি নির্বাচন দিয়ে দেয় ভালো না হলে আন্দোলনের মুখে টিকে থাকতে পারবে না সরকার।