স্টাফ রিপোর্টার ::
ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সুনামগঞ্জ পৌরসভা অডিটেরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন খন্দকার রাসেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন। এছাড়া সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আতর আলী, মো. আনোয়ার আলম, সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক মো. রুবেল আহমদ, প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আতাউর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. ছুরত আলী, সহ-দপ্তর সম্পাদক মো. সৈয়দ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সৈয়দুর রহমান, নির্বাহী সদস্য মো. আলাবুর রহমান, মো. ইমরান হোসেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালিকৃষ্ণ পাল, প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে ছিলেন সুবিজয় তালুকদার (রতন), সহকারী নির্বাচনী কর্মকর্তা ছিলেন মো. সিরাজুল ইসলাম, হাজী মো. মোস্তফা, মো.মহিউদ্দিন, মো. সুজাত মিয়া।