জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে আদর্শ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পৌর এলাকার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারো শিক্ষাসামগ্রী হিসেবে খাতা-কলম বিতরণ করা হয়। যুবসংঘের প্রধান উপদেষ্টা আলহাজ আবদুল হাসিমের সভাপতিত্বে ও যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও পৌর কাউন্সিলর ছমির উদ্দিন প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী মশাহিদুর রহমান শিশু ও মুজাম্মিল হকের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় মাওলানা আবদুল আহাদ জিহাদী, মাওলানা আলী আসগর, যুব সংঘের উপদেষ্টা মন্তেশ্বর আলী, আজমান উল্লাহ, আবদুন নুর, আবদুল কাদির, লুৎফুর রহমান খেলু, রাজু মিয়া, জাহাঙ্গীর আলম, আবদুর রব, আবুল হাসান, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, ফজলুল করিম, আয়াত উল্লাহ, শাহ আলম, ফিরোজ আলী, সাজন মিয়া, গিয়াস উদ্দিন, সুবেল মিয়া, হারুনুর রশীদ, আফাজ্জুল মিয়া, লোকমান মিয়া, মজলু মিয়া, শফিকুন্নুর, নানু মিয়া, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, জমির মিয়া, আলী আকবর, জুবেদ মিয়া, রাসেল আহমদ, তানভীর আলম, জাকির হোসেন, কাওছার মিয়া, অভি মিয়া, সাহাব উদ্দিন, ইনসান মিয়া, শিশু মিয়া, কিবরিয়া, রাহিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংঘের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ হক। পরে মুর্দেগানদের রূহের মাগফেরাত কামনায় গণকবর জিয়ারত ও ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।